দেবীলাল মাহাত, পুরুলিয়া:
গাজন উৎসব উপলক্ষে রবিবার সকাল থেকেই ভীড় উপচে পড়লো চিড়কাধাম গৌরীনাথ শিবমন্দিরে। শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য কুমারী মেয়ে সহ মহিলাদের সকাল থেকেই লাইন পড়ে যায় মন্দির চত্বরে। এদিন গাজন উৎসব উপলক্ষ্যে বসে মেলাও। সকাল থেকেই প্রচুর ভক্ত ভীড় জমান মন্দিরে। পুরুলিয়া জেলা ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচুর ভক্ত আসেন মন্দিরে। এদিন ভীড় নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়।
Post Comment