insta logo
Loading ...
×

পাড়ায় বৌমা পিটিয়ে শ্রীঘরে শ্বশুর

পাড়ায় বৌমা পিটিয়ে শ্রীঘরে শ্বশুর

নিজস্ব প্রতিনিধি, পাড়া :

বৌমাকে মারধরের ঘটনায় শ্রীঘরে শ্বশুর! রবিবার পুরুলিয়ার পাড়া থানার দুবড়াতে তিনি দোকানে ছিলেন। সেই সময় দোকানে ঢুকে ওই মহিলাকে মারধর করেন তার শ্বশুর। এই ঘটনায় বৌমার অভিযোগের ভিত্তিতে ওই শ্বশুরমশাইকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বঙ্কিমচন্দ্র পাল। তার বাড়ি পাড়া থানার দুবড়া গ্রামে। সোমবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। মারধরের ঘটনার পরেই দুবড়া গ্রামের ওই বধূ প্রিয়া স্বর্ণকার সরাসরি পাড়া থানায় অভিযোগ করেন। ওই অভিযোগে তিনি লিখেছেন, তিনি দোকানে থাকার সময় শ্বশুর-শাশুড়ি সহ চারজন এসে তার উপর চড়াও হন। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই বৌমার চিৎকার চেঁচামেচিতে তার স্বামী ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।

Post Comment