insta logo
Loading ...
×

কুড়ুকতোপায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

কুড়ুকতোপায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কেন্দা:

যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পুরুলিয়ার কেন্দা থানার অন্তর্গত কুড়ুকতোপা গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
ছড়ায় এলাকায়। সোমবার সকালে গ্রামের একটি গাছের ডালে ওই দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কেন্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অশোক সহিস (২৪)। তিনি কুড়ুকতোপা গ্রামের বাসিন্দা প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করা হলেও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ প্রশাসন।

Post Comment