নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান
জঙ্গল থেকে নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা বান্দোয়ান থানার চিরুডি গ্রামে। শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় চন্দন কর্মকারের (১৯) দেহ দেখতে পান এলাকার মানুষজন। পরে ঘটনার খবর দেওয়া হয় বান্দোয়ান থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ওই যুবকের দেহটি উদ্ধার করে। মৃতদেহে পচন ধরার কারণে পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বান্দোয়ান থানার পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে গত মঙ্গলবার থেকে ওই যুবক নিখোঁজ ছিল।
Post Comment