insta logo
Loading ...
×

পুরুলিয়ায় কেন বাড়ছে গরম? আলোচনা চক্র বিজ্ঞান মঞ্চের

পুরুলিয়ায় কেন বাড়ছে গরম? আলোচনা চক্র বিজ্ঞান মঞ্চের

দেবীলাল মাহাতো, পুরুলিয়া:

বেশ কয়েক বছর ধরেই সারা বিশ্বে উষ্ণায়ন বেড়েই চলেছে। গ্রীষ্ম যে ক্রমশ প্রখর থেকে প্রখরতর হয়েছে তা কয়েক বছরে স্পষ্ট। তবে এবছর বাদ দিয়ে পশ্চিমাঞ্চল পুরুলিয়ায় ফি বছর সেই মার্চ
মাসের প্রথম থেকেই লাগাতার তাপপ্রবাহের সাক্ষী থেকেছে। তবে প্রায় দেড় দশক ধরে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে পুরুলিয়ার আবহাওয়ার। জুন মাসের এই ভ্যাপসা গরম অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ‌। এমনিতেই পুরুলিয়ার উপর কর্কটক্রান্তী রেখা চলে যাওয়ার কারণে চরম জলবায়ু । গ্রীষ্মকালে তাপমাত্রা যেমন গরম, তেমনি শীতে ঠান্ডা পড়ে। দিনদিন তাপমাত্রা যেভাবে বিপুল পরিমানে বেড়ে চলেছে,তা নিয়ন্ত্রণে নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া প্রয়োজন ।সেই পরিকল্পনা কি ভাবে নেওয়া যায়।তা নিয়ে “পরিবেশ ও জনস্বাস্থ্য ” শীর্ষক একটি তাপপ্রবাহ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হল হরিপদ সাহিত্য মন্দিরের সৃজন কক্ষে। রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, জেলা কমিটির উদ্যোগে এই আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। জলাশয়কে রক্ষা করা, পাশাপাশি নিয়ম মেনে দুটি বাড়ির মধ্যে জায়গা ছাড়া, সবুজায়নের উপর জোর দেওয়া, ছাদের জলকে পরিকল্পনা করে ধরে রাখা, বাড়ির পাশে ছোট ছোট বাগান তৈরি করা, নদীতে অবাধে বালি উত্তোলন বন্ধ করা বিষয়গুলো আলোচনায় উঠে আসে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় জানান, “তাপপ্রবাহের কারনে পরিবেশের পাশাপাশি মানুষের শরীর ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্মক্ষমতা কমে যাচ্ছে। ঘুম না হওয়ার কারনে শরীরে বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে। তাই তাপমাত্রা নিরসনে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে।” জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, “পুরুলিয়ার উপরে কর্কটক্রান্তী রেখা চলে যাওয়ার কারণে জেলাতে গজিয়ে ওঠা স্পঞ্জ কারখানা থেকে নির্গত ধূলিকণা গুলো স্থানান্তর সুযোগ কম। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে বাতাস ধূলিকণা মুক্ত হতে পারেনি।ঘরবাড়ি,রাস্তার জন্য গাছ নির্বিচারে কাটা হয়েছে। তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ এটি।” তাপমাত্রা বিষয়ে কলকাতায় বিভিন্ন আলোচনা চক্রে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য জয়প্রকাশ মাহাত। তিনিও তাপমাত্রা বিষয়ে ছাত্র ছাত্রীদের কাছে বিস্তৃত আলোচনা করেন।

Post Comment