নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎকর্মীর। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার রুদড়া মোড়ের কাছে। মৃত কর্মীর নাম বিভীষন মাহাত । তার বাড়ি কোটশিলা থানার নোয়াহাতু গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের খুঁটিতে উঠে তার টাঙানোর কাজ করছিলেন ওই কর্মী। সেই সময় আচমকাই বিদ্যুৎপৃষ্ট হন ওই কর্মী। সেফটি বেল্ট থাকায় নিচে ছিটকে পড়ে না গিয়ে ঝুলতে থাকেন তিনি। স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার দেহটির ময়না তদন্ত করা হয়।
Post Comment