নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
ভোটার প্রায় ৩০০০। আসন তেত্রিশটি। এর মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪ আসনে জিতে গিয়েছিল তৃণমূল বাম আর কংগ্রেস জোট। জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বাকি ১৯টি আসনে ভোট হলো শনিবার। বিজেপি পাঁচ আসনে জয়লাভ করে। বাকি সবকটি আসন যায় জোটের দখলে। টানটান উত্তেজনায় এদিনই হয় গণনা। একেবারে পঞ্চায়েত ভোটের মতই গড়া হয়েছিল ক্যাম্প। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। জয়পুর অঞ্চল তৃণমূল সভাপতি প্রণব কুমার চৌধুরী বলেন, সমবায়ের অবস্থা সঙ্গীন। এই সমবায়কে বাঁচাতে সব দল মিলে বোর্ড গড়ার চেষ্টা চলেছিল। আমরা বিজেপির দাবি মতো চেয়ারম্যান পদ দিতেও রাজি হয়েছিলাম। পরে নমিনেশন দাখিল করে বিজেপি। কিন্তু বামেরা আর কংগ্রেস আমাদের প্রস্তাবে রাজি থাকে। দল মত ভুলে সমবায়কে বাঁচানোই লক্ষ্য।
অন্যদিকে জয়পুর ব্লক তৃণমূল সভাপতি রাজাবাবু আনসারি বলেন, জিতেও আমরা উল্লসিত হতে চাই না। আমাদের দায়িত্ব বাড়ল। ডুবতে চলা সমবায় সমিতিকে বাঁচানোই লক্ষ্য।
জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চ্যাটার্জি বলেন, “জয়পুর সমবায় একটা সময় রাজ্যের সেরা সমবায় ছিলো। সমবায়টিকে সেই পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার শপথ নিতে হবে”
ধুঁকতে থাকা সমবায় কি ফিরে পাবে প্রাণবায়ু? গ্রাহকদের আমানত কি ফেরানো সম্ভব? ভোটের পর প্রশ্ন গ্রাহকদের।
Post Comment