নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক দিন হয়ে উঠল শনিবার। মানবাজার মানভূম কলেজ গ্রাউন্ডে মোহনবাগান ক্লাব ও মানবাজার বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হলো জুনিয়র ফুটবল ট্রায়াল। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খুদে ফুটবলাররা ভিড় জমায় মাঠে। তাদের চোখে একটাই স্বপ্ন—সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে দেশের বড় মঞ্চে নিজেদের প্রতিভার ছাপ রেখে যাওয়া।
এই ট্রায়ালের মূল লক্ষ্য হল, গ্রামীণ মাটি থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া। মোহনবাগান ক্লাবের জুনিয়র বিভাগের প্রশিক্ষক, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার ও কোচ তনুময় বোস জানান, “এই ট্রায়ালের মাধ্যমে আমরা এমন খেলোয়াড়দের খুঁজছি, যারা আগামী দিনে মোহনবাগান ক্লাব ও দেশের গর্ব হয়ে উঠতে পারে। প্রতিভা থাকলেও সুযোগের অভাবে অনেকেই পিছিয়ে পড়ে— সেই ব্যবধান ঘোচানোর লক্ষে আমাদের উদ্যোগ।”
দিনভর চলা এই ট্রায়ালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও আত্মবিশ্বাস। মানবাজারের বিশিষ্ট ক্রীড়াবিদ রাজা দত্ত বলেন, “এমন একটি বড় মাপের ক্লাব আমাদের এলাকায় এসে ট্রায়ালের আয়োজন করছে, এটা শুধু গর্বের নয়, একটি শিক্ষারও বিষয়। এখান থেকেই ছেলেরা বুঝতে পারবে তাদের কোথায় উন্নতির দরকার।”
স্থানীয় শিক্ষক সুরেশ চন্দ্র গোপ মন্ডল বলেন, “একটা সময় আমাদের মোহনবাগান ক্লাবে গিয়ে ট্রায়াল দিতে হতো। আজ কলকাতা-হাওড়ার ছেলেরাও মানবাজারে এসে ট্রায়াল দিচ্ছে—এই পরিবর্তন দেখেই আশাবাদী হচ্ছি।”
এই ধরনের উদ্যোগ শুধুমাত্র খেলোয়াড়দের নয়, গোটা জেলার ক্রীড়া পরিবেশকেই এক নতুন দিশা দেখাতে পারে বলে মত স্থানীয় ক্রীড়া অনুরাগীদের।
Post Comment