নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ওয়াকফ বিলের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে আজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে পুরুলিয়ার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পরে মানববন্ধনের আয়োজন করা হয়। জেলার নানা প্রান্তের মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই প্রতিবাদ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

তারা দাবি করেন, প্রস্তাবিত ওয়াকফ বিল মুসলিম সমাজের স্বার্থের পরিপন্থী। তাই এই বিল প্রত্যাহারের দাবিতে তারা গণতান্ত্রিকভাবে নিজেদের মত প্রকাশ করছেন। শান্তিপূর্ণভাবে সংগঠিত এই কর্মসূচি ঘিরে বিভিন্ন এলাকায় ছিল কড়া পুলিশি নজরদারি। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারকে বার্তা দেওয়া হয়, মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কোনওরকম আপস করা হবে না।











Post Comment