insta logo
Loading ...
×

বধূর সঙ্গে আপত্তিকর দৃশ্য! সালিশি সভায় যুবকের মাথা ন্যাড়া

বধূর সঙ্গে আপত্তিকর দৃশ্য! সালিশি সভায় যুবকের মাথা ন্যাড়া

নিজস্ব প্রতিনিধি, কেন্দা :

স্বামীর অনুপস্থিতিতে যুবতী বধূর বাড়িতে গিয়েছিলেন যুবক। আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগ। তারপর? রাতভর বেঁধে রেখে মারধর। সকালে গাছতলায় বসল সালিশি সভা। ধার্য হল দশ হাজার টাকার জরিমানা। টাকা না দেওয়ায় নেওয়া হলো সিদ্ধান্ত, মাথা ন্যাড়া করে গ্রামে ঘোরানো হবে তাদের! যুবকের মাথার অর্ধেক চুল কাটা হয়ে গিয়েছে, এমন সময় হাজির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে রক্ষা পেলেন যুবক ও যুবতী। ঘটনা পুরুলিয়ার কেন্দা থানার রাজাখন্দা গ্রামের মাঝিডি টোলায়।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। মাঝিডি গ্রামের এক মহিলার সঙ্গে পাশের গ্রামের এক যুবকের দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সূত্রেই মহিলার বাড়িতে যান যুবক। স্থানীয়দের দাবি, মহিলার স্বামী সে সময় বাড়িতে ছিলেন না। ওই অবস্থায় যুবককে মহিলার সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় দেখে ফেলে গ্রামবাসীদের কয়েকজন। অভিযোগ, রাতভর দু’জনকে আটকে রেখে চলে হেনস্থা ও মারধর।

সোমবার সকালে ডাকা হয় সালিশি সভা। গাছতলায় বসে সভা। হাজির ওই বধূর বাপের বাড়ির এবং যুবকের পরিবারের লোকজন সহ প্রায় ৬০ জন গ্রামবাসী। সেখানে যুবক ও যুবতী কৃতকর্মের জন্য করজোড়ে ক্ষমা চান। কিন্তু তাতেও ‘ক্ষমা’ মেলেনি। মোড়লরা জানান, শাস্তি হিসেবে যুবককে দিতে হবে দশ হাজার টাকা জরিমানা। সেই টাকা খরচ করে গ্রামে হবে ভোজ।

যুবক জানিয়ে দেন, ওই টাকা তিনি দিতে পারবেন না। ব্যস, ক্ষিপ্ত মোড়লরা সিদ্ধান্ত নেন—মাথা ন্যাড়া করে গ্রামে ঘোরানো হবে দু’জনকে। প্রথমে যুবক, তার পর মহিলা। শুরু হয়ে যায় মাথা কামানোর কাজ। এর মধ্যেই কেন্দা থানার ওসি শুভজিৎ নন্দী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কিছুক্ষণের মধ্যে পৌঁছান মানবাজারের সিআই সিদ্ধার্থ ঘোষ ও এসডিপিও বরুণ বৈদ্যও। উত্তেজক পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে।

দু’জনকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে মোড়ল-সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দা থানার পুলিশ। যদিও মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Post Comment