insta logo
Loading ...
×

পুরুলিয়ায় দুই জায়গা থেকে উদ্ধার দুই বিশালাকার রক পাইথন

পুরুলিয়ায় দুই জায়গা থেকে উদ্ধার দুই বিশালাকার রক পাইথন

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

পুরুলিয়ায় একদিনে দুই পৃথক এলাকায় উদ্ধার করা হল দুই বিশালাকার রক পাইথন। একটি গাছের মগডালে, অপরটি একটি পরিত্যক্ত কুয়োর গভীরে লুকিয়ে ছিল। দুটি ক্ষেত্রেই বন দফতরের কর্মীদের তৎপরতায় বিপদমুক্ত হন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার সকালে হুড়া থানার হাটতলা এলাকায় একটি উঁচু গাছের ডালে অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। জনবহুল এলাকায় এমন দৃশ্য চোখে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। কৌতূহলী জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় কংসাবতী উত্তর বনবিভাগের হুড়া রেঞ্জের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে উদ্ধার করা হয় প্রায় ৭ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের একটি পূর্ণবয়স্ক রক পাইথন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপটিকে সুস্থ অবস্থায় সংরক্ষিত অরণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, দুপুরে টামনা থানার সিদপুর গ্রামে একটি পরিত্যক্ত শুকনো কুয়োর মধ্যে আরেকটি অজগরের অবস্থান লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুরুলিয়া-পাড়া রেঞ্জের বন দফতরে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেন ৮ ফুট লম্বা ও ১১ কেজি ওজনের বিশাল রক পাইথনটি। এটিকেও নিরাপদ স্থানে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বর্ষার আগমনের আগে গরমে ঠান্ডা আশ্রয়ের খোঁজে জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ছে অনেক বন্যপ্রাণ। তবে আতঙ্কিত না হয়ে দ্রুত বন দফতরে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Post Comment