নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
পুরুলিয়া জেলা পরিষদের উদ্যোগে মানবাজারে শুরু হলো একটি বহুপ্রতীক্ষিত জনসেবামূলক প্রকল্পের কাজ। মানবাজার সাব রেজিস্ট্রি অফিস চত্বরে ১৪ লক্ষ টাকা প্রকল্প ব্যয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কমিউনিটি টয়লেট নির্মাণের সূচনা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এই কমিউনিটি টয়লেটের দাবি জানিয়ে আসছিলেন।
এদিন নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে প্রকল্পের সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত-কার্য পরিবহন
স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরি, মানবাজার ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহ-সভাপতি দিলীপ পাত্র, তৃণমূল কংগ্রেসের মানবাজার ১নং ব্লক সভাপতি অপূর্ব সিংহ, অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ধনঞ্জয় বাউরি প্রমুখ। স্থানীয় মানুষের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরুলিয়া জেলা পরিষদ।











Post Comment