insta logo
Loading ...
×

মানবাজারে ইস্টবেঙ্গলের ট্রায়াল, স্বপ্ন দেখছে লাল-হলুদের ভবিষ্যৎ প্রজন্ম

মানবাজারে ইস্টবেঙ্গলের ট্রায়াল, স্বপ্ন দেখছে লাল-হলুদের ভবিষ্যৎ প্রজন্ম

অমরেশ দত্ত, মানবাজার:


আই লিগের স্বপ্নপূরণের লক্ষ্যে পুরুলিয়ার মানবাজারে শুরু হয়েছে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৫ ট্রায়াল পর্ব। শনিবার সকাল থেকে মানবাজার ১ নম্বর ব্লকের মানভূম কলেজ মাঠে এই ট্রায়াল শুরু হয়। ইস্টবেঙ্গল ক্লাব ও মানবাজার বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খুদে ফুটবলাররা অংশগ্রহণ করে। এই
ট্রায়াল প্রক্রিয়ায় খেলোয়াড়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মাঠে নামা প্রত্যেকটি তরুণ প্রতিভার চোখে রয়েছে স্বপ্ন। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে জড়িয়ে বড় মঞ্চে খেলবে একদিন। ওই ক্লাবের তরফে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক প্রবীর দাস। তিনি জানান, “এই ট্রায়ালের মূল উদ্দেশ্য হল প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ করে দেওয়া।

ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজন সম্ভাবনাময় ফুটবলারকে চিহ্নিত করেছি।”
মানবাজার বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির কর্ণধার ডা. প্রশান্ত মাহাতো বলেন, “এই ট্রায়াল সম্পূর্ণরূপে ওপেন-টু-অল, অর্থাৎ যে কোনও অঞ্চলের ছেলেরাই এতে অংশগ্রহণ করতে পারে। অতীতেও এখান থেকে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য দক্ষ খেলোয়াড় উঠে এসেছে। এবারও আমরা সেই প্রত্যাশাতেই এই উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, দু’দিনব্যাপী এই ট্রায়াল পর্ব চলবে রবিবার পর্যন্ত। আয়োজকদের আশা, এখান থেকেই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে খেলার মতো প্রতিভা উঠে আসবে।

Post Comment