নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :
গভীর রাতে ঘরে ঢুকে এক ব্যক্তির উপর হামলা চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক যুবক ও তার বাবাকে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার কোটলই গ্রামে। বৃহস্পতিবার আক্রান্ত ব্যক্তির স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে টামনা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গোবিন্দ রাজোয়াড় ও তাঁর ছেলে বিধান রাজোয়াড়। দু’জনেই কোটলই গ্রামের বাসিন্দা। শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কোটলই গ্রামেরই বাসিন্দা সুন্দরা রাজোয়াড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে অভিযুক্ত বিধান ও তাঁর বাবা-মা তাঁদের বাড়িতে ঢুকে পড়ে এবং তাঁর স্বামী হরিপদ রাজোয়াড়কে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে।
সুন্দরা দেবীর দাবি, তাঁর স্বামী এর প্রতিবাদ করলে অভিযুক্তরা লাঠি ও বঁটি দিয়ে তাঁর স্বামীর উপর হামলা চালায়। হরিপদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা কোনওক্রমে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
এই ঘটনায় গোবিন্দ ও বিধানকে গ্রেফতার করলেও অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কেন এমন হামলা, তার পেছনে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও আক্রান্ত পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল।
Post Comment