insta logo
Loading ...
×

জলাশয়ের ‘শ্রেণী বদল’-র অভিযোগ তুলে রাস্তা অবরোধ

জলাশয়ের ‘শ্রেণী বদল’-র অভিযোগ তুলে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

প্রশাসনের সঙ্গে যোগসাজশে জলাশয়কে কমার্শিয়াল বাস্তুর রূপ দেওয়ার অভিযোগ তুলে পুজোর মুখে রাস্তা অবরোধ করলেন এলাকার মানুষজন। বুধবার সকালে পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডে আইটি পার্কের কাছে অবরোধ করেন সূর্যসেন পল্লী ষোলআনা কমিটির লোকজন। সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ১ ঘন্টা অবরোধে ওই এলাকায় যানজট বেঁধে যায়। পুরসভা ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন অবরোধকারী। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুরুলিয়া পুর কর্তৃপক্ষ। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ” কমার্শিয়াল বাস্তুর বিষয়টি আদালতের নির্দেশে। সেই কাগজপত্র আমাদেরকে দিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দফতর। আমরা ওই নাগরিক কমিটিকে বলেছি আপনাদের যা দাবি-দাওয়া তা আদালতকে জানান। কোনভাবে পুজোর মুখে অবরোধ করা উচিত নয়।”
শহর পুরুলিয়ার ৩ নম্বর ওয়ার্ডে কামার বাঁধ নামে একটি জলাশয় রয়েছে। ওই জলাশয়টি রায়তি। সেই জলাশয় বিধি মেনে কমার্শিয়াল বাস্তু করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এদিন সূর্য সেন পল্লী ষোলআনা কমিটির পুরুষ- মহিলারা শহরের আইটি পার্ক-র কাছে রাস্তায় নেমে অবরোধে শামিল হন।

Post Comment