নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
পরিবেশ দিবস উপলক্ষে পদযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হলো মানবাজারের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এছাড়াও বীজ কলম তৈরি, ইকো ব্রিকস তৈরি এবং বিদ্যালয় সাফাই অভিযানে সামিল হলো ক্ষুদে পড়ুয়ারা। সেভ আর্থ মিশনের পক্ষ থেকে এ দিন বিদ্যালয়ের ভেষজ উদ্যানে প্যারাডাইস, শতমূলী, ইনসুলিন, নোনি, তালমুলী, গিরি পুষ্প সহ বার রকমের প্রায় ৫০ টি ভেষজ গাছ রোপণ করা হয়। গাছ গুলির লালন পালন সহ যাবতীয় যত্নের অঙ্গীকার গ্রহণ করে ছাত্র – ছাত্রীরা। অনুষ্ঠানে সেভ আর্থ মিশনের পক্ষে উপস্থিত ছিলেন অজিত কুমার পাত্র। প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।











Post Comment