নিজস্ব প্রতিনিধি,কেন্দা:
জঙ্গল থেকে এক প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হল কেন্দায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে কেন্দা থানার দরোডি মোড়ের কাছে তালতল হাটের এক জঙ্গলে। বুধবার সকালে স্থানীয় মানুষ একটি গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর দেন কেন্দা থানায়।খবর পেয়ে কেন্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠান দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে কি কারনে প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন,তা খতিয়ে দেখছে কেন্দা থানার পুলিশ।
Post Comment