insta logo
Loading ...
×

এ কী কাণ্ড! কোদাল হাতে পঞ্চায়েত প্রধান

এ কী কাণ্ড! কোদাল হাতে পঞ্চায়েত প্রধান

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

“আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন”—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনুপ্রেরণাদায়ক উক্তিকে সামনে রেখে মানবাজার গ্রামীণ হাসপাতালে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সাফাই কর্মসূচি। বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিতা বেসরার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

সবচেয়ে নজরকাড়া ছিল, পঞ্চায়েত প্রধান নিজেই কোদাল হাতে নিয়ে সাফাই কাজে অংশগ্রহণ করেন। তার সঙ্গে যোগ দেন মানবাজার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্রও। হাসপাতাল চত্বর পরিষ্কার রাখতে তাঁরা সকলে একসাথে পরিশ্রম করেন এবং স্থানীয়দের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেন।

সজ্জিতা বেসরা বলেন, “পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্য নয়, সচেতনতারও প্রতীক। আমরা চাইছি সকলেই এগিয়ে আসুন—নিজের এলাকাকে নিজের হাতে পরিষ্কার করতে।”

মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ পাত্র বলেন, ” এলাকা পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। “

Post Comment