নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
বেশ কিছুদিন ধরেই পুরুলিয়া আদালতের আইনজীবী ও পুলিশের মধ্যে পুরুলিয়া আদালতের এডিজে ২-র বিচারক রানা দামের ব্যবহার নিয়ে কানাঘুষো চলছিল। এবার সরাসরি তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তাঁর এজলাস বয়কট করলো পুরুলিয়া বার এসোসিয়েশন। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত তাঁর এজলাসে পুরুলিয়া আদালতের আইনজীবীরা কোন কাজ করবেন না। এই ক’দিনে আইনজীবিদের প্রতি তাঁর আচরণ সম্মানজনক না থাকলে পুজোর ছুটির পর ওই বিচারকের এজলাসে আইনজীবিরা পা রাখবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই ঘটনায় তোলপাড় পুরুলিয়া জেলা আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ২ কোর্ট ছাড়াও রানা দাম ১ নম্বর কোর্টের দায়িত্বে রয়েছেন। চলতি মাসের ২৪ তারিখ পুরুলিয়া আদালতের আইনজীবিদের একাংশ ওই বিচারকের বিরুদ্ধে পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনকে চিঠি করেন। তার প্রেক্ষিতেই ২৫ শে সেপ্টেম্বর জেনারেল মিটিং হয়। সেই মিটিং-এ সিদ্ধান্ত হয় ওই বিচারকের এজলাসে অংশগ্রহণ না করার। পুরুলিয়া বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুলচন্দ্র মাহাতো বলেন, ” কিছুদিন ধরেই ওই বিচারক উকিলদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। সেই কারণেই কিছু উকিল বাবু বার এসোসিয়েশনে তাঁর বিরুদ্ধে চিঠি করেন। তার পরিপ্রেক্ষিতেই আমরা বৈঠক করে তাঁর এজলাসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখছি উনি যদি তাঁর আচরণ পরিবর্তন করেন তাহলে আমরা এই বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করবো। না হলে পুজোর ছুটির পর ওনার এজলাসে আর আমরা যাব না।” আইনজীবিরা প্রশ্ন তোলেন, আত্মসম্মানে আঘাত লাগলে কিভাবে কাজ করবেন তাঁরা? বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিমাদ্রি চট্টোপাধ্যায় বলেন, ” এই বিষয়টি একদিনে হয়নি। ওই কোর্টের বিচারক বেশ কিছুদিন ধরে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। মক্কেলের সামনে আমাদের সঙ্গে যদি দুর্ব্যবহার করেন তাহলে আমাদের সম্মানহানি হয়। ওই বিচারকের ব্যবহার সংশোধন হওয়া দরকার। পুলিশের সঙ্গেও তিনি এমন করছেন।” বৃহস্পতিবার থেকে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ২ ও ১ কোর্টে আইনজীবিরা কোন কাজ না করায় বিচার প্রার্থীরা সমস্যায় পড়েন।











Post Comment