insta logo
Loading ...
×

আড়শায় র‍্যালিতে হাঁটল পুলিশ

আড়শায় র‍্যালিতে হাঁটল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

ট্রাফিক আইন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এল আড়শা থানার পুলিশ। রবিবার বিকালে আড়শা থানার পক্ষ থেকে এই বিষয়ে হয় পদযাত্রা । থানা চত্বর থেকে এই পদযাত্রা শুরু হয়ে শেষ হয় হাটতলা মোড়ে। বিভিন্ন প্ল্যাকার্ড ও পোষ্টারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়। বাইকে চাপলেই হেলমেট ব্যবহার করা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলা সহ সেফ ড্রাইভ, সেভ লাইফের বিভিন্ন খুঁটিনাটি পথচলতি মানুষদের কাছে প্রচার করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে না ওঠার আবেদন করা হয় সাধারণ মানুষের কাছে। এদিন র‍্যালিতে হাঁটেন আড়শা থানার পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা।

Post Comment