নিজস্ব প্রতিনিধি, হুড়া :
ফের কাঠ পাচার রুখল বন দফতর।
পুরুলিয়া কংসাবতী উত্তর বন বিভাগের হুড়া রেঞ্জের হন্যাগোড়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে শনিবার সন্ধ্যায় উদ্ধার হল ১২টি শালগাছের গুঁড়ি। বন দফতরের অনুমান, গাছগুলি অবৈধভাবে কেটে এনে ওই এলাকায় রাখা হয়েছিল।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তাদের কাছে খবর আসে, গ্রামের পাশে একটি নির্জন এলাকায় শাল গাছের গুঁড়ি জমা করে রাখা হয়েছে। খবর পাওয়া মাত্রই হুড়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুঁড়িগুলি বাজেয়াপ্ত করেন। প্রাথমিক হিসেব অনুযায়ী, বাজেয়াপ্ত গুঁড়ির পরিমাণ ১ কিউবিক মিটারের বেশি।

বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে— গাছগুলি পুঞ্চা এলাকার একটি ব্যক্তিগত জমি থেকে কেটে এনে এখানে গোপনে রাখা হয়েছিল। কে বা কারা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা চলছে।
এক বনকর্মীর কথায়, “স্থানীয় মানুষের সহায়তায় আমরা দ্রুত খবর পেয়ে অভিযান চালিয়ে গুঁড়িগুলি উদ্ধার করেছি। তদন্ত শুরু হয়েছে, দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Post Comment