নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
” স্বচ্ছতা আমাদের গর্ব”এই বার্তা নিয়ে সান্ধ্যকালীন সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়া ১নং ব্লকে। শুক্রবার সন্ধ্যায় শিবিরটি অনুষ্ঠিত হয় পুরুলিয়া ১নং ব্লকের ভেলাইডি গ্রামে। গ্রামের সাধারণ মানুষকে শৌচাগার ব্যবহার করা ও ই- কার্টে আবর্জনা ফেলতে অনুরোধ করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া ১নং ব্লকের বিডিও মনোজ কুমার মাইতি , জয়েন্ট বিডিও সুমনরাধা ব্যানার্জি, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকেরা। শিবিরের শেষে গ্রামের মহিলারা গ্রামকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার শপথ নেন। শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Post Comment