insta logo
Loading ...
×

নিম্নচাপের জেরে মাটির বাড়িতে ধস, জখম দুই মহিলা

নিম্নচাপের জেরে মাটির বাড়িতে ধস, জখম দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি , পাড়া

নিম্নচাপের জেরে কাঁচা বাড়ির সংখ্যা ভেঙেই চলেছে পুরুলিয়ায়। এবার মানবাজার ২ ব্লকের পর পাড়া। ‌ বুধবার পাড়া ব্লকের আনড়া গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে মাটির বাড়ি ধসে দু’জন জখম হন। ওই দিন সন্ধ্যায় একটি মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে আহত হন দুই মহিলা। সাম্প্রতিককালে এই নিম্নচাপের জেরে সমগ্র জেলা জুড়ে প্রায় ১৮০০ কাঁচা বাড়ি ভেঙেছে। ওই দিন সন্ধ্যায় ওই বাড়ির ভিতরে দুই মহিলা সহ দু-বছরের একটি শিশু সন্তান ছিল। আকস্মিক ওই মাটির বাড়িটি ধসে পড়ে যায়। এই ঘটনার জেরে গুরুতর আহত হন অঞ্জলি বাগদি নামে এক মহিলা। অপরজন গায়ত্রী বাগদি দু-বছরের শিশু সন্তানকে নিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন। তবে সামান্য চোট পেয়েছেন তিনি। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় এলাকার মানুষ ও আনাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

Post Comment