নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
বন দফতর ও পুলিশ যৌথ অভিযানে চালিয়ে উদ্ধার করল কেন্দু পাতা ভর্তি ১২ টি বস্তা। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস থেকে বাজেয়াপ্ত করা হয় এই বিপুল পরিমাণ কেন্দু পাতা বলে জানা গেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে , ১২ বস্তা কেন্দু পাতা বাজেয়াপ্ত হয়েছে। প্রতি বস্তার ওজন আনুমানিক ৮০ কেজি।

বাজেয়াপ্ত ওই পাতার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। শুক্রবার রাতে ঝালদার তুলিন থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। বনদপ্তরের কাছে আগাম খবর ছিল ওই যাত্রীবাহী বাসের ছাদে বৈধ নথি ছাড়াই প্রচুর পরিমাণে কেন্দু পাতা পরিবহন করা হচ্ছে।

এই খবরের ভিত্তিতে ঝালদা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঝালদা রেঞ্জ অফিসের সামনে ওই বাসটিকে থামানো হয়। তারপর বাসের ছাদ থেকে উদ্ধার হয় বস্তা বস্তা কেন্দু পাতা। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
Post Comment