insta logo
Loading ...
×

ট্রাক টোটো সংঘর্ষ

ট্রাক টোটো সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ট্রাকের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে টামনা- আড়শা রাজ্য সড়কের উপর টামনা থানার বরাকডি ব্রিজের কাছে। তিনজনের মধ্যে এক জনের চোট গুরুতর থাকায় তাকে ভর্তি করা হয় দেবেন মাহাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে।

Post Comment