insta logo
Loading ...
×

রাজ্যস্তরের দাবায় দুরন্ত পুরুলিয়া

রাজ্যস্তরের দাবায় দুরন্ত পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রাজ্যস্তরের দাবায় পুরুলিয়ার দুরন্ত পুরুলিয়া। সারা বাংলা দাবা সংস্থা ও পশ্চিম বর্ধমান দাবা সংস্থার তত্ত্বাবধানে আসানসোল সাব ডিভিশন দাবা সংস্থার পরিচালনায় রবিবার আসানসোল শুভম ম্যারেজ হলে রাজ্যস্তরের ওপেন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের ১৬জন দাবাড়ু ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করে। চোখ ধাঁধানো সাফল্য পুরুলিয়ার ৬ দাবাড়ুর। ওপেন গ্রুপে দীপ্র মন্ডল দখল করেছে দশম স্থান। ওই গ্রুপেই দ্বাদশ স্থানে রয়েছে মোহিত শর্মা। অনূর্ধ্ব ১৩ বিভাগে তৃতীয় স্থানে রয়েছে তুষার কান্তি গড়াই। অনুর্ধ ১১ বিভাগে পঞ্চম স্থানে আছে অনিক মাহাতো। অনূর্ধ্ব ৯ বিভাগে পঞ্চম স্থান অর্জন করেছে কুনাল গোস্বামী। ষাটোর্ধ বিভাগে তৃতীয় স্থানে আছেন নরেন্দ্র প্রসাদজী। তৃতীয় স্থান অধিকার করেন। উক্ত প্রতিযোগিতায় অফিসিয়াল কাম আরবিটার ছিলেন এবাদুল হক হালদার (ময়না) বলেন, “রাজ্যস্তরের দাবায় সংস্থার দাবাড়ুরা জেলার মুখ উজ্জ্বল করেছে। তাদের অভিনন্দন জানাই।”

Post Comment