insta logo
Loading ...
×

জেলা জুড়ে হানা, বাজেয়াপ্ত প্রচুর মদ, জেলে ৬

জেলা জুড়ে হানা, বাজেয়াপ্ত প্রচুর মদ, জেলে ৬

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কোথাও বাড়ি, কোথাও গুমটি, কোথাও বা ঝুপড়ি।অবৈধ মদের বিরুদ্ধে পুলিশের লাগাতার অভিযানে ৬ কারবারিকে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে শনিবার এই অভিযানে ৬ টি থানা এলাকায় ৬ জন কারবারিকে গ্রেফতার হয়েছে।ধৃতরা পুরুলিয়া মফস্বল থানার বলরামপুর গ্রামের বিকাশ বাউরি, নিতুড়িয়ার শালতোড় বাজারের বাসিন্দা রাজেশ রজক, কেন্দা থানার পারবাইদ গ্রামের মন্টুলাল গরাই, সাঁতুড়ির বাসিন্দা জিতেন মণ্ডল, আদ্রার দৌলতপুর গ্রামের রোহন চৌধুরী ও ঝালদা থানার পাটঝালদা গ্রামের বাসিন্দা দিলীপ রজক। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে মোট ৫৬ বোতল দেশি মদ, ১৮ বোতল বিয়ার ও ২ লিটার চোলাই। রবিবার ধৃত ৬ জনের মধ্যে ৩ জনকে পুরুলিয়া জেলা আদালত ও ৩ জনকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেকের ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment