দেবীলাল মাহাত, আড়শা;
কথায় বলে, ভাগের মা নাকি গঙ্গা পায় না। তবে রাস্তা পায়। তাই দেখিয়ে দিলেন ঠাকুরসীমার মানুষ।
কেউ দিলেন গিটি, কেউ দিলেন সিমেন্ট ,কেউ দিলেন শ্রম। কেউ আবার সবগুলোই। প্রশাসনের দিকে না তাকিয়ে নিজেদের রাস্তা নিজেরাই সংস্কার করলেন আড়শা ব্লকের ঠাকুরসীমা গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঠাকুর সীমা থেকে জাড়ি যাওয়ার রাস্তার মধ্যে ঠাকুর সীমা হরিমন্দিরের কাছের অংশটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে ছিল। খানাখন্দে ভর্তি। সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায়। সংস্কারের বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। তাই বর্ষার আগে রাস্তার সমস্যা মেটাতে নিজেরাই গিটি, বালি, সিমেন্ট দিয়ে রাস্তা সংস্কারের কাজ করলেন গ্রামবাসীরা।ঠাকুরসীমা গ্রামের বাসিন্দা হরেরাম বাউরী, জামাল আনসারী জানান, “সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর জল দাঁড়িয়ে পড়ে । যাতায়াতে সকলেরই খুব অসুবিধা হয়। তাই নিজেরাই রাস্তার গর্তের অংশগুলি সিমেন্ট, গিটি, বালি দিয়ে ঢালাই করালাম। দলমত নির্বিশেষে সকলেই রাস্তা সংস্কারে সামিল হয়েছেন।”
Post Comment