নিজস্ব প্রতিনিধি, কাশিপুর
মহালয়ার ৬ দিন আগেই বোধনের মধ্য দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ল পঞ্চকোট রাজপরিবারে। জিতাষ্টমীর পরের দিন আদরা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের নবমীতে বুধবার বিকালে এই পুজো শুরু হয়। অন্যান্য বার এই পুজো দিনের বেলায় হলেও তিথি, নক্ষত্র অনুযায়ী এদিন বিকালে বোধন হয়। আগামী ১৬ দিন ধরে এই পুজো চলবে। মা শিখরবাসিনী দুর্গা পুরুলিয়ার কাশীপুরের পঞ্চকোট রাজপরিবারের ঠাকুরদালানে পুজা পান। কাশিপুরের এই দেবী বাড়ি রাজপরিবারের কূলদেবী মাতা রাজরাজেশ্বরীর আলয়। মা শিখরবাসনী দুর্গা এখানে অষ্টধাতুর। চতুর্ভূজা। ১৬দিনের এই পুজো ষোল কল্পের দুর্গাপুজো নামে পরিচিত। এদিন বৃষ্টির মধ্যেই পুজোপাঠ, অন্নভোগ হয়।
Post Comment