insta logo
Loading ...
×

রেল গেটে পড়ল গাছ! কী হলো তারপর?

রেল গেটে পড়ল গাছ! কী হলো তারপর?

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

বন্ধ রেল গেট। অপেক্ষা করছেন বেশ কয়েকজন। দিচ্ছে ঝড়। আর তখনই ঘটল বিপত্তি। রেল গেটের পাশের গাছ ভেঙে পড়ল ঝড়ে। বরাত জোরে প্রাণে বাঁচলেন উপস্থিত মানুষজন। মঙ্গলবার বিকেল নাগাদ ঝালদা গোলা রোডের গোলা রেল গেটের ঘটনা।

রেল কর্মী অভিজিৎ দে বলেন, “সেই সময় গেট বন্ধ থাকায় কয়েকজন আটকে ছিলেন। হঠাৎ প্রচন্ড ঝড়ে ফটকের পাশের গাছ থেকে একটি ডাল ভেঙে পড়ে।
কপাল জোরে বেঁচে যান সবাই।
যাতে অন্যান্য পথচারীদের অসুবিধা না হয় তাই আমরা রেল কর্মীরাই উদ্ধার কাজে হাত লাগিয়েছি।

Post Comment