নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
বাংলায় একটা কথা আছে, রাখে হরি তো মারে কে ? আবার বাংলায় আরেকটা কথাও আছে —শিব জ্ঞানে জীব সেবা।
ঠিক এই দুটো প্রবাদ বাক্যের উজ্জ্বল দৃষ্টান্ত আজ দেখা গেল পুরুলিয়ার বরাবাজারে । মঙ্গলবার যখন প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ পথ চলতি মানুষজন , তখন বরাবাজার রথতলা সংলগ্ন জঙ্গলে বাইপাসের কাছে জনৈক অজ্ঞাত পরিচয় মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন মলয় সিং মোদক নামে বরাবাজার শহরের জনৈক টোটো চালক। গাড়ি থামিয়ে অসুস্থ মহিলাকে দেখে সঙ্গে সঙ্গে তার বন্ধুদের ফোন মারফৎ ডেকে নেন তিনি। এরপর মলয় সিং মোদক, বিক্রম নামাতা , বলাই সিং মোদক, দয়াময় মন্ডলের সহায়তা নিয়ে মলয়বাবু ওই অচৈতন্য মহিলাকে টোটোতে চাপিয়ে সোজা পৌঁছে যান বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । শুরু হয় চিকিৎসা। ইতিমধ্যে বরাবাজার থানায় খবর যায়। ওই অচৈতন্য মহিলার পরিচয় জানার চেষ্টা করেন স্থানীয় সাংবাদিক সঞ্জয় চৌধুরী। নেট দুনিয়া থেকে খবর পেয়ে কিছুক্ষণ পর ওই মহিলার বাড়ি শুক্লা গ্রাম থেকে তার পরিবারের লোকজন চলে আসেন বরাবাজার হাসপাতালে। ওই মহিলার নাম জ্যোৎস্না মাহাতো । বয়স আনুমানিক ৫০। তীব্র গরমের কারণে ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। সুস্থ বোধ করলে ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়।
আর পাঁচজনের মতো মহিলাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে নির্বিকার চলে যেতে পারেননি টোটো চালক। অসহায় মহিলার পাশে নিজের কাজ ছেড়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। ওই টোটো চালক ও তার বন্ধুদের এই উদ্যোগ মনে করায় ভূপেন হাজারিকার সেই গানের বিখ্যাত লাইনগুলো — “মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য,
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারেনা?
Post Comment