নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
ভেঙেই গেল রঘুনাথপুর পৌর বোর্ড। তৃণমূলের গোষ্ঠী কলহে অনাস্থার জেরে রাজ্য রঘুনাথপুর পুর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসালো। সোমবার রঘুনাথপুর মহকুমাশাসক বিবেক পঙ্কজকে প্রশাসক হিসেবে নিয়োগ করল রাজ্য।
রঘুনাথপুরে ১৩ টি ওয়ার্ড। গত পুর নির্বাচনে তৃণমূল জিতেছিল ১০টি আসন। কংগ্রেস দুটি ও বিজেপি একটি আসনে জয়লাভ করে। একচ্ছত্র আধিপত্য থাকলেও শাসক দলের গোষ্ঠী কোন্দল জেরবার করে রেখেছে পুরসভাকে। সরকারি প্রকল্পের কাজে পুরপ্রধান বেনিয়ম করছেন, এই অভিযোগ তুলে পুরপ্রধান তরণী বাউরির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন শাসক দলের ছয় ও কংগ্রেসের এক কাউন্সিলর।
অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকা শাসক দলের কাউন্সিলর মৃত্যুঞ্জয় পরামানিক ও প্রনব দেওঘরিয়া বলেন, “পুরপ্রধান আলোচনা না করে নিজের খেয়াল খুশিমতো কাজ করেছেন। প্রত্যেকটি সরকারি প্রকল্পের কাজে বেনিয়ম করেছেন। বাধ্য হয়ে আমরা অনাস্থা এনেছিলাম আমরা। “
পুরপ্রধান তরণী বাউরি জানান, “ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে অনাস্থা আনা হয়েছিল।”
Post Comment