নিজস্ব প্রতিনিধি, হুড়া :
সব পরিশ্রম গেল জলে। পাচার করা হল না কাঠ। তার আগেই বেআইনি একের পর এক গাছের গুঁড়ি উদ্ধার করল বন দফতর। পরপর দুদিন কাঠ পাচার রোধে বিশেষ সাফল্য মিলল হুড়া এলাকায়। এবার আর ট্রাক নয়, জঙ্গলের ভেতরে পুকুর থেকে পিয়াল গাছের একের পর এক গুঁড়ি বাজেয়াপ্ত করল হুড়া রেঞ্জের বন দফতর। সোমবার এই থানার কুদলুং গ্রামের অদূরে কাড়রু ডোভা নামক পুকুর থেকে ১৫টি গুঁড়ি বাজেয়াপ্ত হয়। বন দফতরের অনুমান জঙ্গল থেকে কেউ বা কারা বেআইনি ভাবে পিয়াল গাছগুলি কেটে জলাশয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিলো পরে পাচার করা। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই কাঠ বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করেছিল পুরুলিয়া কংসাবতী উত্তর বনবিভাগের হুড়া রেঞ্জ। রবিবার দুপুরে ত্রিপল মোড়া একটি ছোট ট্রাক ভাগাবাঁধ দিক থেকে লালপুরের দিকে আসছিল। সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করেন বন কর্মীরা। বিপদ বুঝে ট্রাকটি থামিয়ে চালক ও অন্যান্যরা চম্পট দেয়। বন কর্মীরা গাড়ির ত্রিপল সরিয়ে দেখেন প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ি বোঝাই রয়েছে তাতে। বন দফতর সূত্রে জানা গেছে অর্জুন, শিরীষ প্রভৃতি গাছের গুঁড়ি ছিল।
Post Comment