নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
বিয়ের পর কাটেনি দুমাসও। আর তারই মধ্যে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার বধূর ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে কাশিপুর থানার রাঙ্গামাটি গ্রামে। মৃত ওই বধূর নাম মৌমিতা মণ্ডল (২০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেল হয়ে গেলেও ওই বধূ দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে ডাকা ডাকি করেন। সাড়া শব্দ দেননি ওই বধূ । কাশিপুর থানায় জানানো হয়। পরিবারের উপস্থিতিতে বন্ধ ঘরের দরজা ভেঙে দেখা যায় কড়ি কাঠে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ওই বধূ। দেহ উদ্ধার করে পুলিশ। ম্যাজিস্ট্রেট পর্যায়ে দেহের সুরতহাল করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post Comment