নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
বিশালাকার একটি রক পাইথন ধরা পড়ল লোকালয় থেকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সাঁতুড়ি থানার বৃন্দাবনপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে গ্রামের অদূরে একটি মুরগি খামারের পাশে বিশালাকৃতির ওই অজগরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তৎক্ষনাৎ গ্রামের মানুষজন সেটিকে আটক করে রঘুনাথপুর রেঞ্জের সাঁতুড়ি বিট অফিসে খবর দেন। বন দফতরের কর্মীরা সেখানে পৌঁছে ওই ১১ ফুট লম্বা প্রায় কুড়ি কেজি ওজনের ওই সাপটিকে উদ্ধার করেন। পরে সেটিকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
Post Comment