নিজস্ব প্রতিনিধি, আদ্রা :
ফের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হলো টাকা।এমনই অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার পুরুলিয়ার আদ্রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে রেল শহর আদ্রার বাসিন্দা সুপ্রিয় সরকার পুলিশকে জানিয়েছেন, গত বুধবার তিনি তাঁর মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। পরে ব্যাংকের খাতা আপডেট করে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে বুধ ও বৃহস্পতিবার এই দুদিনে ১২ ধাপে প্রায় ৯০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Post Comment