নিজস্ব প্রতিনিধি , আড়শা:
অযোধ্যায় আগত পর্যটকদের আরও বিশেষ সুবিধা করে একটি নতুন পেট্রোল পাম্পের উদ্বোধন হল আড়শায়। শুক্রবার পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ের যাওয়ার রাস্তায় ঝুঁঝকা নদীর কাছে নতুন পেট্রোল পাম্পের উদ্বোধন হয়। উদ্বোধন করেন ইন্ডিয়ান অয়েলস কর্পোরেশন লিমিটেড জেলা সেলস্ অফিসার সৌরভ কুমার। এতদিন পর্যন্ত আড়শা ব্লক এলাকায় জীবনডি মোড়ের কাছে একটি পেট্রোল পাম্প ছিল। আরোও একটি পেট্রোল পাম্প চালু হওয়ায় খুশি এলাকার মানুষ। সুবিধা হবে অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদেরও। এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, শ্রমিক নেতা উজ্জ্বল কুমার, বিশিষ্ট সমাজসেবী সুষেন মাঝি প্রমুখ।











Post Comment