insta logo
Loading ...
×

মদে গ্রেপ্তার মারুতি

মদে গ্রেপ্তার মারুতি

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

চোলাই মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো আড়শা থানার পুলিশ। ধৃত ব্যাক্তির নাম মারুতি মাঝি। তার বাড়ি আড়শা থানার জামবাদ গ্রামে। বিশেষ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার জামবাদ গ্রামে হানা দেয় আড়শা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ লিটার চোলাই মদ। শুক্রবার তাকে জেলা আদালতে তোলা হয়।

Post Comment