insta logo
Loading ...
×

ফুল বদলে ফের তর্কযুদ্ধে বিজেপি – তৃণমূল

ফুল বদলে ফের তর্কযুদ্ধে বিজেপি – তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

ফুল বদল। ঘাস ফুল থেকে পদ্ম ফুলে যোগদানের দাবি ঘিরে তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের মধ্যে তর্কযুদ্ধ শুরু হল ঝালদায়।
সোমবার বিজেপির জেলা কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। তাঁর হাত থেকে গেরুয়া পতাকা নিয়ে তৃণমূল,কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল থেকে কয়েকটি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। জেলা নেতৃত্বের দাবি অনুযায়ী যোগদানকারীদের মধ্যে রয়েছেন ঝালদার মাড়ু-মসিনা অঞ্চলের যুব তৃণমূল সভাপতি জয়প্রকাশ মাহাতোও।

বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর অভিযোগ, “বিজেপি তাদের দলে যোগদানের নাম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

ঝালদা ১ নং ব্লক তৃণমূল ব্লক তৃণমূলের সভাপতি জয়প্রকাশ মাহাতোর দাবি,”মাড়ু-মসিনা অঞ্চলের যুব সভাপতি হিসেবে যাকে দেখানো হচ্ছে তিনি কোনদিনই ওই পদে ছিলেন না।কোন একসময় দল করতেন। পরে দলের সঙ্গে দূরত্ব তৈরী করে বসে গিয়েছিলেন। ওই অঞ্চল থেকে দলীয় পদে থাকা কেউই অন্য দলে যাননি। সামনে ভোট। তাই বিজেপি মানুষজনকে বোকা বানানোর চেষ্টা শুরু করেছে। “

অন্যদিকে বিজেপি দলের বাঘমুন্ডি ১ নং মন্ডল সভাপতি সঞ্জয় সিং দেও বলেন, “এতে বোকা বানানোর কোন বিষয়ই নেই। যোগদানের আগে জয়প্রকাশ নিজেকে তৃণমূলের অঞ্চল যুব সভাপতি হিসেবেই দাবি করেছিলেন। তা ছাড়া কেউ যতদিন তৃণমূলে থাকবেন ততদিন তাঁর পরিচয় তৃণমূল, আর যখন বেরিয়ে যাবেন দল থেকে তখন ওরা প্রশ্ন তোলে তিনি কে ? এটাই তৃণমূলের দস্তুর। “

এদিকে যার পদ নিয়ে এই চাপানউতোর সেই জয়প্রকাশ মাহাতোর দাবি,”তৃণমূল প্রমাণ করুক আমি ওই পদে ছিলাম না।আমি তৃণমূলের মাড়ু-মসিনা অঞ্চলের যুব সভাপতি হিসেবেই বিজেপিতে যোগ দিয়েছি। “

Post Comment