নিজস্ব প্রতিনিধি, পাড়া:
হয়নি বিয়ের বয়স। তাও নাবালিকার বিয়ের তোড়জোড় শুরু করেছিল পরিবার। ১০০ নম্বরে অজ্ঞাত পরিচয় কেউ করল ডায়াল। এলো পুলিশ। এলেন বিডিও। নাবালিকার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ১০০ ডায়াল করে পুলিশকে জানানো হয় আগামী জ্যৈষ্ঠ মাসে বছর ১৬ র এক নাবালিকার বিয়ে পাকা করেছে তার পরিবার। এই খবর পাওয়ার পরেই পাড়া থানার বিডিও নীলাঞ্জন বিশ্বাসের সঙ্গে লিপানিয়া গ্রামে পৌঁছান পাড়া থানার ওসি বাপন মণ্ডল। সেখানে ওই কিশোরীর পরিবারের সাথে কথা বলেন তারা। বোঝানো হয় কম বয়সে বিয়ে দেওয়া আইনত অপরাধ। এছাড়াও ওই কিশোরীর শারীরিক সমস্যা বাড়ে। ওই পরিবার পুলিশ – প্রশাসনকে মুচলেকা দিয়ে জানিয়ে দিয়েছে ১৮ বছর বয়স হওয়ার আগে তাদের মেয়েকে বিয়ে দেবেন না তারা।
Post Comment