insta logo
Loading ...
×

একাকী বধূ, এ কী করল প্রতিবেশী?

একাকী বধূ, এ কী করল প্রতিবেশী?

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

স্বামী বাড়িতে ছিল অনুপস্থিত। সেই সুযোগে বাড়িতে ঢুকে এক মহিলার শ্লীলতাহানি করল এক প্রতিবেশী । ধৃত অভিযুক্ত। ধৃতের নাম চিরঞ্জিত কালিন্দী। তার বাড়ি কোটশিলা থানার বেগুনকোদর গ্রামে। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন শনিবার রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না। বাড়িতে একা ঘুমিয়ে ছিলেন তিনি। তার একাকীত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক তার বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানি করে। তবে ওই সময় তিনি চিৎকার চেঁচামেচি করলে অভিযুক্ত যুবক তাকে ছেড়ে পালিয়ে পালিয়ে যায়। এমন অভিযোগ নিয়ে রবিবার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে কোটশিলা থানার পুলিশ। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment