insta logo
Loading ...

রেলের ‘স্বচ্ছতাই সেবা অভিযান’কর্মসূচি আদ্রায়

রেলের ‘স্বচ্ছতাই সেবা অভিযান’কর্মসূচি আদ্রায়

নিজস্ব প্রতিনিধি, আদ্রা

আবর্জনা থেকে ছড়িয়ে পড়তে পারে রোগ। তাই যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।‌ যেখানে সেখানে আবর্জনা না ফেলার বার্তা নিয়েই মঙ্গলবার পুরুলিয়ার আদ্রা রেলশহরে অবস্থিত বিবেকানন্দ কলোনিতে ‘স্বচ্ছতাই সেবা অভিযান-২৪’ কর্মসূচি পালিত হল। এই কর্মসূচির অধীনে বাড়িতে- বাড়িতে গিয়ে শুকনো আবর্জনা ও ভিজে আবর্জনা পৃথকীকরণ, প্লাস্টিক আবর্জনা এড়িয়ে চলা সহ একাধিক বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রেল কর্তৃপক্ষের তরফ থেকে।
মঙ্গলবার পুরুলিয়ার আদ্রা বিবেকানন্দ কলোনিতে আয়োজিত এই অভিযানে উপস্থিত ছিলেন রেলের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যাতে প্লাস্টিক দ্রব্য ব্যবহার না করে। আগামী দিনে যাতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা যায় ও আবর্জনার ফলে যাতে কোনরকম মশাবাহিত বা জলবাহিত রোগ না হয় সাধারণ মানুষের সেদিকেই নজর রাখা।’
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এদিন আরও জানা যায়, আগামী ২ রা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার কথা মাথায় রেখে এভাবে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির ফলে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়বে। অসুস্থতার হার কমবে।

Post Comment