insta logo
Loading ...
×

জমি মিলেছে, হচ্ছে মানবাজার ও ঝালদায় আদালত

জমি মিলেছে, হচ্ছে মানবাজার ও ঝালদায় আদালত

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

হবে মানবাজার মহকুমা আদালত। সেই জন্য বৃহস্পতিবার সকালে সরেজমিনে পরিদর্শন করে হল মহকুমা আদালতের জন্য প্রস্তাবিত জমি। পুরুলিয়া জেলা জজ ইনচার্জ রানা দাম সহ অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর, মানবাজার মহকুমা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা জমি পরিদর্শন করে গেলেন।

বাছা হয়েছে একটি খাস জমি। মানবাজার – বান্দোয়ান রাজ্য সড়কের পাশে গোলকিডি গ্রামের অদূরে সেই খাস জমিকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে।

এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি মেনে পুরুলিয়া সদর মহকুমা ভেঙে ২০১৭ সালের ৩০ মার্চ ঝালদা ও মানবাজার মহকুমা ঘোষণা করে রাজ্যে সরকার।মানবাজার ১, মানবাজার ২, পুঞ্চা, বরাবাজার ও বান্দোয়ান ব্লকগুলি নিয়ে গঠিত হয় মানবাজার মহকুমা। অন্যদিকে ঝালদা ১,ঝালদা ২, জয়পুর ও বাঘমুন্ডি ব্লক ঝালদা মহকুমার মধ্যে আসে। দুই মহকুমার জন্যই তৈরি হয়েছে দুটি নতুন প্রশাসনিক ভবন। এবার তৈরি হচ্ছে দুই মহকুমা আদালত।

বর্তমানে পুরুলিয়া জেলা আদালত ছাড়া রঘুনাথপুরে মহকুমা আদালত রয়েছে। ঝালদা ও মানবাজার মহকুমা এলাকার সমস্ত থানার মামলা পুরুলিয়া জেলা আদালতের আওতাধীন। ফলে আদালতে আসতে অনেকটা পথ অতিক্রম করে এলাকাবাসীকে পুরুলিয়া জেলা সদরে আসতে হয়। নতুন এই দুই মহকুমা আদালত চালু হলে তাঁদের অনেকটাই সুবিধা হবে।

জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জনা গিয়েছে ইতিমধ্যে ঝালদায় জমি চিহ্নিত করার পর সমস্ত তথ্য রাজ্যে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মানবাজার আদালতের জন্য চিহ্নিত জমি পরিদর্শনের পর অনুমোদনের জন্য সেই তথ্যও দ্রুত রাজ্যে পাঠানো হবে।

অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর বলেন,” নতুন আদালত ভবন এবং রাস্তার জন্য প্রায় সাড়ে চার একর জমি চিহ্নিত করা হয়েছে। এদিন সরজমিনে পরিদর্শন করা হয়েছে।”

Post Comment