নিজস্ব প্রতিনিধি , পুঞ্চা:
যাঁদের সিঁদুর মুছেছিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, যাঁদের কোল হয়েছিল খালি, তাঁদের হয়ে বদলা নিলো ভারতীয় সেনার অপারেশন সিঁদুর।
সেই অপারেশনের সাফল্যে মানবাজার ১নং ব্লকের ৫ নম্বর মণ্ডলের বিজেপি কর্মী সমর্থকরা একত্রিতভাবে বুধপুর শিবমন্দিরে এসে পুজো দিলেন। পূজার্চনায় ভারতীয় সেনার জওয়ানদের দীর্ঘায়ু কামনা করা হয়। মূলত কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা নিরীহ হিন্দুদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে এবং অপারেশন “সিঁদুর”এর সাফল্যে এদিনের পুজো। এদিন উপস্থিত ছিলেন মানবাজার বিধানসভার কনভেনার বাণীপদ কুম্ভকার, পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক ময়না মুর্মু, প্রাক্তন মন্ডল সভাপতি অনিল বাউরী, যুব মোর্চার সভাপতি সুজিত বাউরী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।









Post Comment