নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
পুলিশি তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির প্ল্যান। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে এক যুবককে হাতেনাতে পাকড়াও করল পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতের নাম রবি বন্দোপাধ্যায়। বাড়ি বরাবাজার থানার মানপুর গ্রামে। বৃহস্পতিবার পুঞ্চা থানার বাগদা পেট্রোল পাম্পের পাশে একটি মাঠে কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিকে পাকড়াও করে। তবে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে ছুরি, দড়ি, ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।







Post Comment