নিজস্ব প্রতিনিধি ,পুরুলিয়া ও মানবাজার :
বাংলার হাজার বছরের স্বপ্নপূরণ হলো জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠায়। একেবারে সরকারি উদ্যোগে পুরুলিয়ার দুয়ারে দুয়ারে দীঘা থেকে লাইভ জগন্নাথ দর্শন।

অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে সমুদ্র সুন্দরী দীঘাতে জগন্নাথ মন্দিরের দ্বার উদঘাটন হয়ে গেল। সেখানে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল পূজার্চনা, মহাযজ্ঞ। রাজকীয় আয়োজন। সমস্ত কর্মসূচি প্রত্যক্ষ দর্শন করার জন্য মন্দিরে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান একেবারে জমজমাট।
সমস্ত অনুষ্ঠান যাতে সকলে মিলে উপভোগ করতে পারেন তাই রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। অনেকেই উৎসাহ নিয়ে অফিস কার্যালয়ে বসেই দীঘার জগন্নাথ মন্দিরের সমগ্র অনুষ্ঠান উপভোগ করছেন।

পুরুলিয়া জেলা শাসক দপ্তর থেকে শুরু করে অন্যান্য কার্যালয়ে এলইডি স্ক্রিনে সরাসরি লাইভ টেলিকাস্ট দেখছেন সকলে। এছাড়া জেলায় মোট ২৩ টি জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। যেখানে সাধারণ মানুষেরাও উপভোগ করছেন অনুষ্ঠান।

পুরুলিয়ায় দীঘার জগন্নাথ দেবকে স্বাগত জানাতে হরিনাম তথা জগন্নাথ দেবের নামগানে মগ্ন হয়ে পথে-ঘাটে কীর্তন করেছেন ভক্তরা।
দীঘার ঢেউ আছড়ে পড়েছে পুরুলিয়ার মানবাজার মহকুমা শহরেও। মানবাজার ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুষ্ঠুভাবে সম্পন্ন হল জগন্নাথ দেবের পুজো। এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরী, মানবাজার ১নং ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ, মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, দিব্যেন্দু ব্যানার্জী সহ অন্যান্য নেতা কর্মীরা।
Post Comment