নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
যে পুরুলিয়া জেলার ঝালদার ভূমিপুত্র আইবি অফিসার মনীশ রঞ্জন মিশ্রর মৃত্যু হয়েছে কাশ্মিরের জঙ্গি হামলায়, সেই ঝালদার মসজিদ থেকেই এবার স্লোগান উঠলো, “হিন্দুস্থান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ!” কাশ্মিরে জঙ্গী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় শনিবার নীরবতা পালন হয় ঝালদার হুসেনডি জামা মসজিদে। হয় শ্রদ্ধা জ্ঞাপন। ওই দিন নামাজ পাঠের আগে ওই মসজিদে নিহত আই বি অফিসার মনীশ রঞ্জন মিশ্র-র আত্মার শান্তি কামনায় এমন ছবি দেখা যায়।
কাশ্মিরের পেহেলগাঁওয়ের এই মর্মান্তিক ঘটনা সকলকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে সমগ্র দেশ। সকলের একটাই দাবি দোষীদের চরমতম শাস্তি। আর সেই একই দাবি রাখলো ঝালদার হুসেনডি জামা মসজিদ কর্তৃপক্ষও।
“কাশ্মিরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ওই নিহত পরিবারের পাশে আছি আমরা। ” বললেন ঝালদা হুসেনডির জামা মসজিদের মৌলবি মহম্মদ আদিল হুসেন ও সমাজসেবী শেখ হুসেন আহম্মদ।
Post Comment