insta logo
Loading ...
×

গরমে অদ্ভুত কাণ্ড বিজ্ঞান কেন্দ্রে

গরমে অদ্ভুত কাণ্ড বিজ্ঞান কেন্দ্রে

দেবীলাল মাহাত, পুরুলিয়া:

বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে “সামার হবি ক্যাম্প” চালু করলো জেলা বিজ্ঞান কর্তৃপক্ষ। ১৬ ই মে থেকে এই ক্যাম্প চালু হবে, চলবে ৫ই জুন পর্যন্ত। ২১শে এপ্রিল থেকে ৭ই মে পর্যন্ত ছাত্র ছাত্রীরা নাম রেজিস্ট্রেশন করতে পারবে। সায়েন্স টয় মেকিং,লাইফ সায়েন্স,ফেন্টাটিক ইলেক্ট্রিসিটি , কেমিস্ট্রি , রোবোটিক্স সহ ১০টি বিষয়ের উপর এই ক্যাম্প অনুষ্ঠিত হবে ।

বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। ক্যাম্প গুলো থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত কাজকর্ম যেমন মডেল তৈরি করা, প্রোগ্রামিং ও বিভিন্ন বিজ্ঞান পরীক্ষা করতে পারবে ছাত্র ছাত্রীরা। জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুব চট্টোপাধ্যায় জানান, “শিশুদের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে প্রতিবছর এই ধরনের ক্যাম্প করা হয়।”

Post Comment