insta logo
Loading ...
×

কলেজের পরিকাঠামগত উন্নয়নে দাবিতে পথে বান্দোয়ান মহাবিদ্যালয়ের পড়ুয়ারা

কলেজের পরিকাঠামগত উন্নয়নে দাবিতে পথে বান্দোয়ান মহাবিদ্যালয়ের পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান

কলেজের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে মিছিল করে বিধায়ক, বিডিও ও থানার ওসির কাছে লিখিত ভাবে জানালো শতাধিক কলেজ পড়ুয়া। সোমবার দুপুরে কলেজ থেকে ২ কিমি পথ পায়ে হেঁটে মিছিল করে বান্দোয়ান মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তবে ওই দাবি মেটানোর আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ২০১০ সালে চালু হয় বান্দোয়ান মহাবিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের দাবি, কলেজের চারপাশে অবিলম্বে সীমানা প্রাচীর করতে হবে। শৌচালয় নির্মান করা হলেও খোলা অবস্থায় থাকায় সেগুলি নষ্ট হয়ে রয়েছে। তাছাড়াও কলেজ চলাকালীন যে কোন সময় গবাদি পশু ঢুকে পড়ে ক্লাস ঘরে। এছাড়াও কলেজে কমন রুম, সাইকেল স্ট্যান্ড লাইব্রেরীতে বইয়ের সংখ্যা বাড়ানো, কলেজ ক্যান্টিন ও খেলার মাঠের দাবি জানিয়েছে পড়ুয়ারা। কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা বিধায়ক রাজীবলোচন সরেন জানান, “পড়ুয়াদের দাবির যৌক্তিকতা রয়েছে। সীমানা প্রাচীর এবং গেট নির্মানের জন্য বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল। আশা করি সাংসদ তহবিল থেকে কলেজের সীমানা প্রাচীর ও গেট নির্মানের কাজ দ্রুত হবে। বাকি সমস্যাগুলির
দ্রুত সমাধান হবে।”

Post Comment