insta logo
Loading ...
×

রাজনীতি ভুলে শোকের আগুনে এক শত্রুরাও

রাজনীতি ভুলে শোকের আগুনে এক শত্রুরাও

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

কাশ্মিরে জঙ্গিদের গুলিতে শহিদ ঝালদার বাসিন্দা আইবি অফিসার মনীশ রঞ্জন মিশ্রর মরদেহ ঘটালো এক বিরল ঘটনা।

শহিদের কফিনবন্দি দেহ নিয়ে ঝালদা পরিক্রমায় একই মিছিলে হাঁটলেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো থেকে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো, দলের প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙ্গা প্রমুখ, হাঁটলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোও।

এই ঝালদা রাজনৈতিক টানাপোড়েনের পীঠস্থান বলে চিহ্নিত৷ মিউনিসিপালিটির চেয়ারম্যানের চেয়ার এখানে ভাড়াটে খুনি দিয়ে মানুষ খুন করায়। ঝরে রক্ত, হয় মৃত্যু মিছিল। চেয়ারের জন্য দলবদল এখানকার রোজকার ঘটনা।

সেই রাজনৈতিক শত্রুতার রঙ্গমঞ্চে মনীশের অকাল মৃত্যু এক বিন্দুতে নিয়ে এলো
তৃণমূল-বিজেপি-কংগ্রেসকে । জঙ্গি হামলায় ঘরের ছেলে তথা আইবি অফিসার মনীশরঞ্জন মিশ্রর অকাল মৃত্যুতে এক সরণিতে দাঁড়িয়ে গেল যুযুধান তৃণমূল, বিজেপি, কংগ্রেস।

বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো বলেন, ” বদলা চাই। মিছিলে হেঁটে সেটাই সংকল্প করেছি। এর সঙ্গে কোন রাজনীতি নেই। “
সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, “আমাদের ঘরের ছেলেকে জঙ্গি মেরে দিয়েছে। তার প্রতিবাদেই আমি মিছিলে হেঁটেছি। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। এই মিছিল ঘিরে কোথাও কোন রাজনীতি ছিল না।”

Post Comment